বৃহস্পতিবার ২৭ নভেম্বর ২০২৫ - ১১:৪৬
জান্নাত ও জাহান্নামের পথ!

আমিরুল মু'মিনিন ইমাম আলী (আ.) মানবজীবনের দুই মৌলিক পথ— সত্য ও মিথ্যার পরিণতি সম্পর্কে অত্যন্ত স্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, প্রতিটি পথেই আহ্বানকারী থাকে; এখন মানুষের দায়িত্ব—কোন আহ্বানে সাড়া দেবে।

হাওজা নিউজ এজেন্সি: হযরত আমিরুল মুমিনিন ইমাম আলী (আ.) বলেছেন,
اَلْحَقُّ طَريقُ الْجَنَّةِ وَالْباطِلُ طَريقُ النّارِ وَ عَلی كُلِّ طَريقٍ داعٍ
সত্য (হক) হলো জান্নাতের পথ, আর মিথ্যা (বা বাতিল) হলো জাহান্নামের পথ এবং প্রতিটি পথেই একজন আহ্বানকারী থাকে।

[নাহজুস্‌ সাআদাহ, খণ্ড ৩, পৃষ্ঠা ২৯১]

আপনার কমেন্ট

You are replying to: .
captcha